বিজয় দিবসে অ্যাডিশনাল ডিআইজির উপহার
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক শেখ নাজমুল আলমের উপহার হিসেবে দেয়া কম্বলগুলো ঢাকার ধামরাই ও মানিকগঞ্জ জেলার কয়েকশ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
শনিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এসব কম্বল বিতরণ করা হয়।
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বামরাবণ আদর্শ গ্রাম ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের অসহায় দুস্থদের কথা শেখ নাজমুল আলমকে জানিয়েছিলেন বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ্ মিজান।
বিষয়টি বিবেচনা করে ওই এলাকার মানুষের জন্য বিজয় দিবসের উপহার হিসেবে কয়েকশ দামি শীতের কম্বল উপহার হিসেবে দেন অ্যাডিশনাল ডিআইজি শেখ নাজমুল আলম।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আলহাজ মোশারফ হোসেন এবং এলাকার গণ্যমান্য মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।
এমএএস/আরআইপি