বঙ্গবন্ধুর খুনি আজিজ পাশার ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০২:২২ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭

মানিকগঞ্জে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল মো. আবদুল আজিজ পাশার ভাইয়ের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আজিজ পাশার ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলমগীর পাশা জানান, বাড়ির দোতলায় বসে তিনি রেডিওতে খবর শুনছিলেন। এ সময় ৩০/৪০টি মোটরসাইকেলযোগে লোকজন এসে তার বাড়িতে প্রবেশ করে। ঘরে ঢুকেই ইটপাটকেল নিক্ষেপ, ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং একটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেন তারা।

ভয়ে তিনি দোতলার দরজা জানালা বন্ধ করে পালিয়ে ছিলেন। ভাঙচুরের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা চলে যাওয়ার পর এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমিনুর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আলমগীর পাশার বাড়িতে প্রবেশের আগে ও পরে ‘জয়বাংলা’ স্লোগান দেন হামলাকারীরা। পরে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে ২০১০ সালে বাড়িটিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছিলেন বলেও জানান ওসি।

বি.এম খোরশেদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।