মঞ্চে আমন্ত্রণ না করায় সাতক্ষীরা সদর এমপির অনুষ্ঠানস্থল ত্যাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন মঞ্চে সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত আসনের এমপি মিসেস রিফাত আমিনকে আমন্ত্রণ না করায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন রবি।

শনিবার সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করেন তিনি।

পরে তিনি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শহীদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারত করেন ও মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান বিজয় দিবসে বাংলাদেশের সব জেলায় যে নিয়ম আছে তার ব্যতিক্রম সাতক্ষীরা জেলায়। এখানে সালাম নেয়ার যোগ্য যারা তাদেরকে কৌশলগতভাবে এবং বীর মুক্তিযোদ্ধা ও সম্মানিত এমপি এবং বয়োজ্যেষ্ঠদের অসম্মান করা হয়েছে। এটা ন্যাক্কারজনক ঘটনা।

আকরামুল ইসলাম/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।