দামুড়হুদা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রকাশিত: ১১:২৬ এএম, ১০ জুলাই ২০১৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগনাথপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা হলেন বগু মিয়া (৩০) ও আজগার আলী (৪০)। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, শুক্রবার সকালে উপজেলার হুদা পাড়া গ্রামের লস্কর আলীর ছেলে বগুমিয়া ও হযরত মোল্লার ছেলে আজগর আলীসহ ৬-৭ জন গরু ব্যবসায়ী গরু কেনার জন্য জগনাথপুর সীমান্তের ৯৫ নং মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় নদীয়া জেলার চাপড়ার থানার গোংড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের দু’জনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যান।

জগনাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আলাউদ্দীন জাগো নিউজকে জানান, তাদেরকে ফেরত চেয়ে দুপুরে বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে।

সালাউদ্দীন কাজল/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।