শিবচরে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:৫৭ এএম, ২২ ডিসেম্বর ২০১৭

মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে আবু বকর খান (১৭) ও জুয়েল শেখ (১৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শিবচরের বন্দরখোলা এলাকায় ব্র্যাক মোড়ে বরিশাল থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগামী বিএম পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-৫১৩৪) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী নিহত হন। নিহত আবু বকর খান মাদবরচর ইউনিয়নের সাড়ে এগারোরশি গ্রামের আ, লতিফ খানের ছেলে। নিহত জুয়েল শেখও একই গ্রামের জয়নাল শেখের ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ মিয়া জানান, শুক্রবার দুপুর সাড়ে ৩টার সময় দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।