খন্জনপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
জয়পুরহাট পৌর এলাকার খন্জনপুর উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।
শনিবার দিনব্যাপী বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি পালন উপলক্ষে স্থানীয় কালেক্টরেট ময়দান থেকে সকালে আনন্দ র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
র্যালি শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ ই এম সাসুদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোকাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য আবু ইউসুফ মো. খলিলুর রহমান, জেলা শিক্ষা অফিসার ইব্রাহীম খলিলুল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
পরে বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রী ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়।
রাশেদুজ্জামান/এএম/আরআইপি