জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের রায়েরচর ইলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তাসমিয়া তাবাসুম(৮) জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নের রায়েরচর ইলিমপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত হাফিজুর রহমানের মেয়ে এবং মোছা. জাহিয়া খাতুন(১১) মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার জামাল হোসেনের মেয়ে।

জামালপুর বারুয়ামারি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রাজ্জাক জানান, তাসমিয়া তাবাসুম এবং মোছা. জাহিয়া খাতুনের পরিবার ঢাকার বাংলামটর এলাকায় বসবাস করেন।

স্কুল ছুটি থাকায় সম্প্রতি তাসমিয়ার পরিবারের সঙ্গে জাহিয়া জামালপুরের রায়েরচর ইলিমপাড়া গ্রামের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুর দেড়টার দিকে কাউকে না জানিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যায় তাসমিয়া এবং জাহিয়া।

দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ওই দুই শিশু বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে গোসল করতে যাওয়া ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় তাসমিয়া এবং জাহিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মৃত তাসমিয়া তাবাসুম ঢাকায় স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণি এবং জাহিয়া খাতুন ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুভ্র মেহেদী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।