যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা দিতে না পারায় রোকসানা বেগম (২২) নামে এক গৃহবধূকে বেধড়ক পিটিয়েছেন তার স্বামী ও শাশুড়ি। নির্যাতনের স্বীকার ওই গৃহবধূ বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রোববার দুপুরের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নির্যাতনের স্বীকার রোকসানা বেগম ব্যথার যন্ত্রণায় বেডে শুয়ে কাতরাচ্ছেন। তার মাখায় ৫টি সেলাই দিয়েছে চিকিৎসকরা। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার রাতে ওই গৃহবধূর ভাবি আকলিমা বেগম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার শাখাতী গ্রামে তার শ্বশুর বাড়িতে এ নির্যাতনের ঘটনটি ঘটে।

নির্যাতনের স্বীকার গৃহবধূ জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে রোকসানা বেগম।
অভিযুক্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার ওই গ্রামের ফজলুল হকের ছেলে ও নির্যাতনের স্বীকার গৃহবধূর স্বামী আব্দুর রাজ্জাক, শাশুড়ি আরজীনা বেগম এবং নানি শাশুড়ি ইয়াতন নেছা।
রোকসানার স্বামী আব্দুর রাজ্জাকের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তাকে আমি বা আমার কেউ মারধর করেনি। তবে কীভাবে মাথা ফেটেছে বা হাসপাতালে ভর্তি আছে এ ব্যাপারে সে কিছুই জানে না।
এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিউল হাসান/এমএএস/জেআইএম