ফিরতি টিকেট : পঞ্চগড় টু ঢাকা


প্রকাশিত: ১০:২৫ এএম, ১২ জুলাই ২০১৫

টিকেট যুদ্ধ শেষে ঈদের ছুটিতে রাজধানী ঢাকা থেকে নিজ এলাকায় যেতে শুরু করেছে সাধারণ মানুষ।  এদিকে রাজধানীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করায় বিশেষ করে ছাত্র-ছাত্রীরা আগে থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে।  আর এদিকে প্রতিদিন ফাঁকা হতে শুরু করেছে মানুষে ভরপুর শহর ঢাকা।  অনেক কষ্টে এলাকায় ফিরেও যেন এই মানুষগুলো কোনো এক চিন্তায় আছন্ন।  আর এই চিন্তার নাম ফিরতি টিকেট।  ফিরতি টিকেট নিয়ে পঞ্চগড় থেকে বিস্তারিত জানিয়েছেন সফিকুল আলম।

পঞ্চগড়ে বাড়তি দামেও পাওয়া যাচ্ছে না ঈদের পর ঢাকাগামী যাত্রীবাহী বাসের আগাম টিকেট।  এদিকে ২৬ জুলাই পর্যন্ত ঢাকাগামী প্রায় সব বাসের আগাম টিকেট বিক্রি শেষ হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কাউন্টার ম্যানেজাররা।

বর্তমানে জেলা শহর থেকে প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৫০টি বড় বাস ঢাকা এবং চট্টগ্রামের উদ্যেশ্যে পঞ্চগড় ছেড়ে যায়।  এসবের মধ্যে হানিফ এন্টারপ্রাইজ, বাবলু এন্টারপ্রাইজ, নাবিল, শ্যামলী এবং কেয়া পরিবহন অন্যতম।  ঈদের পর এই সংখ্যা বাড়বে বলে পরিবহন ব্যবসায়ীরা জানিয়েছেন।  তবে কেয়া পরিবহনে পঞ্চগড় থেকে ঈদের পর ঢাকা এবং চট্টগ্রামগামী যাত্রীদের আগাম টিকেট বিক্রি এখনো চলছে।

জেলা ডে-নাইট কোচ কল্যাল সমিতি সূত্র জানায়, পঞ্চগড় জেলা শহর থেকে গড়ে প্রতিদিন ৭৫ থেকে ৮০টি যাত্রীবাহী দূরপালার বাস পঞ্চগড় ছেড়ে যায়।  এর মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম যাতায়াত করে ৪৫ থেকে ৫০টি বাস।  ঢাকাগামী পরিবহনের মধ্যে হানিফ এন্টারপ্রাইজের গাড়ির সংখ্যা বেশি।  বর্তমানে একটি বিলাসবহুল ভলবোসহ দিবা-রাত্রী এই কোম্পানির ৭টি বাস যাতায়াত করছে।  ঈদের পর এই সংখ্যা আরও বাড়বে।  অন্যদিকে নাবিল পরিবহনের ৫টি, কেয়া পরিবহনের ৪টি এবং অন্য পরিবহন কোম্পানির দুই থেকে তিনটি করে গাড়ি নিয়মিত চলাচল করছে।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের পরদিন থেকে পরবর্তী ১০ দিন পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রামগামী সকল পরিবহনে ৪০ থেকে ৫০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।  এর মধ্যে হানিফ এন্টারপ্রাইজের পঞ্চগড় থেকে ঢাকার বর্তমান ভাড়া ৬০০ টাকার পরিবর্তে ঈদের পর ১০দিন পর্যন্ত ৮৫০ টাকা, বাবলু এন্টারপ্রাইজে ৫০০ টাকার পরিবর্তে ৮৭০ টাকা, কেয়া পরিবহনের ৫০০ টাকার পরিবর্তে ৮৭০, নাবিল পরিবহনে ৮৭০ টাকা দরে আগাম টিকেট বিক্রি হচ্ছে।

অন্যদিকে কেয়া এবং হানিফ পরিবহনে পঞ্চগড় থেকে চট্টগ্রাম ৯০০ টাকার পরিবর্তে ঈদের পরের আগাম টিকেট ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

শহরের রৌশনাবাগ এলাকার কলেজছাত্র আসাদুল ইসলাম বলেন, প্রতি বছর ঈদের সময় আকশ্মিক পরিবহন ভাড়া বাড়িয়ে দেওয়া হয়।  বর্তমানে ৫০০ টাকার ভাড়ার টিকেট বাধ্য হয়ে ৮৫০ টাকা দিতে হচ্ছে।  সব পরিবহন কাউন্টার সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়েছেন।  এসব নিয়ন্ত্রণ প্রয়োজন।

শহরের শেরে বাংলা মোড়ের স্থানীয় কাউন্টারে টিকেট নিতে আসা সদর উপজেলার জগদল এলাকার রহমত আলী বলেন, ছোটভাই বউসহ ঢাকা থেকে পঞ্চগড় আসছেন ঈদ করতে। বাড়তি দাম দিয়ে আসার টিকেট পেয়েছে।  কিন্তু যাওয়ার টিকেট পাচ্ছি না।  হানিফ কাউন্টারের লোক বলছেন ২৮ জুলাই পর্যন্ত সব টিকেট বিক্রি হয়েছে।  বাড়তি ভাড়া দিয়েও এখন টিকেট পাচ্ছি না।

হানিফ এন্টারপ্রাইজের পঞ্চগড় কাউন্টারের ম্যানেজার মো. মখলেছ বলেন, শুধু ঈদের সময় সঠিক মূল্যে টিকেট বিক্রি করা হয়।  অন্য সময় নির্ধারিত দামের চেয়ে কম নেওয়া হয়।  বাড়তি দামেই ২৯ জুলাই পর্যন্ত আমাদের সব টিকেট বিক্রি হয়ে গেছে।  আমরা ঈদের পর ১০ দিন পর্যন্ত ৮৫০ টাকা দরে আগাম টিকেট বিক্রি করছি।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।