এক যুবকের কাছে ৯ জনের মাথার খুলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭

রাজশাহী নগরীতে নয়টি মানব কঙ্কালসহ শুকুর আলী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল পৌনে ৩টার দিকে নগরীর শ্রীরামপুর পদ্মাপাড় থেকে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।

শুকুর আলী ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। রাজশাহী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টহল দল শুকুর আলীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯টি মানব কঙ্কালের বিভিন্ন অংশের হাড় এবং ৯টি মাথার খুলি উদ্ধার করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন নগর ডিবির উপ-পরিদর্শক ছয়ফুল ইসলাম।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, এসব কঙ্কাল ভারত থেকে অবৈধভাবে এনেছেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে কঙ্কাল চোরাচালানে যুক্ত। ভারত থেকে কঙ্কাল এনে তিনি রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

এ নিয়ে বিশেষ ক্ষমতা আইনে রাজপাড়া থানায় নিয়মিত মামলা হয়েছে। ওই মামলায় পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।