গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
ফাইল ছবি
ঢাকা-জয়দেবপুর রেল লাইনের গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে রেলওয়ে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে।
নিহত যুবকের পরনে নীল রঙের জিন্সের প্যান্ট ও হলকা কফি কালারের জ্যাকেট রয়েছে।
টঙ্গী জংশন ফাঁড়ির ইনচার্জ মো. আরব আলী জানান, ধীরাশ্রম এলাকার রেল ব্রিজের উত্তর পাশে অজ্ঞাত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম