পাটুরিয়ায় ফেরিতে আটকা হানিফ
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আর এতে সাধারণ জনগণের সঙ্গে আটকা পড়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে পাটুরিয়া ফেরি ঘাটে কপোতী ফেরিতে আটকে আছে তার গাড়িটি।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাঝ পদ্মায় ১১টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। ফেরি বন্ধ থাকায় নদীর দু'পাশে পারের অপেক্ষায় গাড়ির দীর্ঘ সিরিয়াল পড়েছে। ঢাকার দিকেই পাটুরিয়া অংশে ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
ফেরি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নদী পারের অপেক্ষায় থাকা শতাধিক যাত্রী। কুয়াশা কেটে ফের চলাচল শুরু হলেই যানবাহনের চাপ কমে যাবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
বিএম খোরশেদ/এফএ/আইআই