সরিষাবাড়িতে এমপিকে প্রতিরোধের ঘোষণা
দুর্নীতি ও লুটপাটের অভিযোগ এনে জামালপুর ৪ আসনের জাতীয় পার্টির এমপি মামুনুর রশিদ জোয়ার্দারকে প্রতিরোধের ঘোষণা দিয়েছে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ।
শনিবার দুপুরে সরিষাবাড়ি উপজেলা আ.লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জাতীয় পার্টির এমপি মামুনুর রশিদ জোয়ার্দার মহাজোটের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়।
গেল ৪ বছরে এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়ন কাজ না করে ব্যস্ত ছিলেন দুর্নীতি আর লুটপাটে। টিআর, কাবিখা প্রকল্প আত্মসাত, কলেজ সরকারিকরণ ও বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আদায়, নিয়োগ বাণিজ্যসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। তার লুটপাটের কারণে এলাকার কোনো উন্নয়নই হয়নি।
এ অবস্থায় সরিষাবাড়িতে সকল কর্মকাণ্ডে তাকে প্রতিরোধের ঘোষণা দেন আ.লীগ নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরিষাবাড়ি উপজেলা আ.লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুনুর রশিদ, মিজানুর রহমানসহ প্রমুখ।
শুভ্র মেহেদী/এমএএস/আইআই