কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি, ১১ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

সুন্দরবনে কোস্টগোর্ডের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অপহৃত ১১ জেলে, ৫টি আগ্নেয়াস্ত্র, ২২ রাউন্ড তাজা গুলি, জেলেদের ৬টি নৌকা ও দস্যুদের ব্যবহৃত দুটি নৌকা উদ্ধার করেছে কোস্টগার্ড মংলা পশ্চিম জোন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সুন্দরবনের কয়রা ভুলশর ভারানী এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. হায়াত বলেন, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভুলশর ভারানী এলাকায় অভিযানে গেলে বনদস্যুরা আমাদের লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় আমরাও পাল্টা গুলি ছুড়ি। আধা ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। এক পর্যায়ে দস্যুরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ১১ জেলেকে উদ্ধার করা হয়।

শওকত বাবু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।