সাবেক এমপি মোজাহার আলীর দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

জয়পুরহাটে লাখো মানুষের ভালোবাসায় শেষ বিদায় নিলেন জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান। শনিবার দুপুরে জয়পুরহাট কালেক্টরেট মাঠে লাখো মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে। জানাজা শেষে নতুনহাট প্রধানপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শুক্রবার বিকেলে নিজ বাসায় অসুস্থ হলে মোজাহার আলী প্রধানকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মোজাহার আলী প্রধানের জানাজায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদ, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ উপস্থিত ছিলেন।

মোজাহার আলী প্রধানের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি গভীর শোক প্রকাশ করেন।

১৯৯৬ সালে মোজাহার আলী প্রধান জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দীর্ঘদিন একটানা জেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ৯ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়পুরহাট-১ আসন থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

রাশেদুজ্জামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।