ঝিনাইদহে বেডের সংখ্যা ৮ শিশুরোগী ৪৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৮ জানুয়ারি ২০১৮

ঝিনাইদহে তীব্র শীতের কারণে শিশুরা নিউমোনিয়াসহ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উন্নত সেবা পেতে অবিভাবকরা ছুটে আসছেন তাদের শিশু সন্তানকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে। তবে হাসপাতালের শিশু ওয়ার্ডে স্বল্প জনবল ও সীমিত শয্যার কারণে চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে ।

ঝিনাইদহ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েত দিন যাবত জেলায় প্রচণ্ড শীত পরছে। প্রতিদিন আউটডোর-ইনডোর মিলে প্রতিদিন প্রায় ১০০-১৩০ জন শিশুকে ঠান্ডাজনিত রোগের চিকিৎসাসেবা দিতে হচ্ছে।

children-1

ঝিনাইদহ সদর হাসপাতালের আরএমও ডা. অপূর্ব কুমার জানান, ভাইরাস জনিত কারণে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

তিনি আরও জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে ৪৩ জন রোগী ভর্তি আছে, অথচ বেডের সংখ্যা মাত্র ৮টি।

আহমেদ নাসিম আনসারী/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।