কুষ্টিয়ায় বাস উল্টে চালক ও হেলপার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১০ জানুয়ারি ২০১৮

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালী এলাকার লাহিনীপাড়া নামক স্থানে যাত্রীবাহি বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ বাসযাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাসের চালক নয়ন হোসেন ও হেলপার জাফর।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে রনি পরিবহনের যাত্রীবাহি বাসটি কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে রাজবাড়ীর দৌলদিয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিছুদূর গিয়ে কুমারখালীর সৈয়দ মাছ-উদ রুমী সেতুর পাশে লাহিনীপাড়া নামক স্থানে বাসের স্টিয়ারিং এর ট্রাই রড খুলে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় বাসের নিচে চাপা পড়ে চালক নয়ন হোসেন ও হেলপার জাফর নিহত হয়। নিহত চালক নয়ন হোসেন (৩২) কুষ্টিয়ার জগন্নাথপুরের মিজানুর রহমানের ছেলে।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক দুই জন মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নিহত চালক ও হেলপারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত ডাক্তার।

আল-মামুন সাগর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।