রাজেশকে বাঁচাতে প্রয়োজন অর্ধকোটি টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮

অর্থের অভাবে জীবন প্রদীপ নিভতে বসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী ছাত্র রাজেশ গোপের। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের বাসিন্দা রাজেশের দুটি কিডনিই বিকল হয়ে গেছে। তিনি লিভার সিরোসিস রোগেও আক্রান্ত।

রাজেশ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. রফিকুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি ক্লিনিকে একদিন অন্তর রাজেশের কিডনির ডায়ালোসিস্ করা হচ্ছে। তার পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য প্রায় অর্ধকোটি টাকা প্রয়োজন। কিন্তু রাজেশের শ্রমজীবী বাবার পক্ষে এই বিশাল অঙ্কের অর্থের যোগান দেয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই রাজেশকে বাঁচাতে পরিবার ও তার সহপাঠীরা সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

রাজেশকে সাহায্য পাঠানোর ঠিকানা

জিতু গোপ : হিসাব নম্বর- ০১০২৭২৪৮, সোনালী ব্যাংক লিমিটেড, নাসিরনগর শাখা, ব্রাহ্মণবাড়িয়া এবং ড. মাকসুদুর রহমান ও সাঈদুল আল আমিন: হিসাব নম্বর- ০১০০১১১৮১০০৬৫ জনতা ব্যাংক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

এছাড়াও রাজেশের চিকিৎসার জন্য বিকাশ- ০১৬৩৫৫০১৭৯৩ ও রকেট- ০১৬৩৫৫০১৭৯৩১ নম্বরে সাহায্য পাঠানো যাবে।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।