বাগেরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতির বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

বাগেরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি নীহার রঞ্জন সাহার বাবা বিরাজ কৃষ্ণ সাহা (৮১) মারা গেছেন।

রোববার বিকেল ৩টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের সাগরকাঠি গ্রামের নিজবাড়িতে তিনি পরলোকগমন করেন।

রোববার রাতে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বিরাজ সাহা দীর্ঘদিন ধরে বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক নীহার রঞ্জন সাহার বাবার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থনীয় এমপি ডা. মোজাম্মেল হেনেস, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

শওকত আলী বাবু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।