উখিয়ায় বাসের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:১৩ এএম, ১৬ জানুয়ারি ২০১৮

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্থানীয় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার বালুখালী কাস্টম এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত তরুণের নাম বাহাদুর চৌধুরী (২৬)। তিনি স্থানীয় বালুখালী এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে ও পালংখালী ইউনিয়নের বালুখালী ১নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্বপালন করছিলেন বলে জানান উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর নিশা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বাহাদুর। পথে কাস্টম এলাকায় ওই সড়কে চলাচলরত নাফ স্পেশাল সার্ভিসের একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

বালুখালীতে সড়ক দূর্ঘটনায় বাহাদুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা ডিউটি অফিসার এএসআই জাহিদ।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।