বুড়িগঙ্গায় অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীবাহী লঞ্চ
নারায়ণগঞ্জের বুড়িগঙ্গায় অল্পের জন্য রক্ষা পেলো ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী লঞ্চ। পাতার হাট নামে যাত্রীবাহী লঞ্চটিকে অজ্ঞাত এক বালুবাহী বাল্কহেড ধাক্কা দেয়। এতে লঞ্চটির বাম পাশের নিচে অনেকটা ফেটে গিয়ে লঞ্চে পানি উঠতে থাকে। বৃহস্পতিবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জাগো নিউজকে জানান, ঢাকা সদরঘাট থেকে ৪/৫শ যাত্রী নিয়ে পাতার হাট লঞ্চটি বরিশাল যাওয়ার পথে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলার লঞ্চটির বাম পাশে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে লঞ্চের বাম পাশে নিচের কিছুটা অংশ ফেটে গিয়ে পানি উঠতে থাকে।
এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ডাক চিৎকার দেয়। পরে লঞ্চটি ধর্মগঞ্জ এলাকায় স্থানীয় একটি ডকইয়ার্ডে থামিয়ে ফেটে যাওয়া স্থানটি মেরামত করে আবার রবিশালের উদ্দেশ্যে সাড়ে ৩টায় যাত্রা শুরু করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। পালিয়ে যাওয়া বালুবাহী ট্রলারটি সনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় লোকজন জানান, যাত্রীদের চিৎকার শুনে আমরা থানায় খবর দেই। পরে পুলিশ এসে লঞ্চের চার পাশ ঘিরে রাখে। এসময় উৎসুক জনতা নদীর তীরে ভীড় জমায় এবং লঞ্চে থাকা যাত্রীদের ভয় না পাওয়ার জন্য বলেন।
মো. শাহাদাৎ হোসেন/এসএস/আরআই