অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২১ জানুয়ারি ২০১৮

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, অসহায় হত-দরিদ্রদের নিয়ে কাজ করতে চাই। তাদেরকে সাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার। বঙ্গবন্ধু কন্যা দেশ ও দেশের মানুষের জন্য সব বাধা পেরিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

রোববার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ হল রুমে বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে অনেক দেশ আছে তারা কেউ রোহিঙ্গাদের আশ্রয় দেয়নি। শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। এতে সারাবিশ্ব বিচলিত হলেও বঙ্গবন্ধু কন্যা বিচলিত হননি।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি তাহির তাহু ও মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।

রবিউল হাসান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।