উল্টে গেল বিশ্ব ইজতেমার বাস, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ইজতেমা ফেরত যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বিকেল সোয়া ৩টার দিকে পাটুরিয়া ৪ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিশ্ব ইজতেমার মুসল্লিবোঝাই এসএম পরিবহনের একটি বাস মেহেরপুরে যাচ্ছিল। ফেরিতে উঠার আগমুহূর্তে ৪ নম্বর ফেরিঘাটের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় বাসটি। এতে অন্তত ১৫ জন আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ যাত্রীদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা।

বি.এম খোরশেদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।