সাংবাদিক মানিক হত্যার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১১:৪৬ পিএম, ২২ জানুয়ারি ২০১৮

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল ব্যাপারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার রাতে সাতক্ষীরা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার অ্যাডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

২০১৬ সালের ৩০ নভেম্বর খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ মামলায় নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলায় ১১ আসামির বাকি দুজনকে খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন ওরফে নুরুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম ওরফে বোমারু আকরাম, আলী আকবর শিকাদার, সাত্তার ওরফে ডিসকো সাত্তার, বেলাল, মিঠুন, সরো ওরফে সরোয়ার হোসেন, সাকা ওরফে সাখাওয়াত হোসেন। খালাসপ্রাপ্তরা হলেন- মো. হাই ইসলাম কচি ও ওমর ফারুক কচি।

আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক মানিক চন্দ্র সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে দিকে খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুরে প্রবেশের মুখের রাস্তায় দুষ্কৃতকারীদের বোমা হামলায় ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় খুলনা সদর থানার এসআই রনজিৎ কুমার দাস বাদী হয়ে ১৭ জানুয়ারি মামলা দায়ের করেন।

একই বছরের ১৯ মার্চ অপর তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আসাদুজ্জামান ফরাজী বিস্ফোরক অংশের চার্জশিট আদালতে দাখিল করেন। মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।