কমিশন যা চাবে নির্বাচনকালীন সরকার তাই দেবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

নির্বাচন কমিশন যে সহযোগিতা চাবে নির্বাচনকালীন সরকার তাই দেবে। তারা কোনো পলিসি ডিসিশন নেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা দায়রা জজ আদালত ভবনের সম্প্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসে আইনমন্ত্রী এ কথা বলেন।

সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানের পর বিচার বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাংসদ বীর মোস্তাক আহমেদ রবি, সাংসাদ ডা. আ ফ ম রুহুল হক, সাংসদ জগলুল হায়দার, জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীন, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ আওয়ামী লীগের নেতারা।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।