বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীসহ ২ জন নিহত হয়েছেন। রোববার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরাটের ব্র্যাক অফিসের পাশে এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হন।

নিহতরা হলেন- খুলনার মো. মালেক শেখ (৩৭) ও মাগুরা জেলার শালিখা এলাকার কাজী নওশের আলীর ছেলে মো. বেলাল কাজী (৩৬)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আজিজুল হক জানান, রোববার সকালে ফকিরহাট ব্র্যাক অফিসের সামনে ঢাকা থেকে প্রাইভেটকারযোগে খুলনা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারে থাকা মো. মালেক শেখ ও মো. বেলাল কাজী নিহত হন। নিহত মো. মালেক শেখ খুলনার ফেন্সি ওয়ার্কশপের মালিক বলে জানা গেছে।

দুর্ঘটনায় শাহাবুদ্দিন (৩৫) ও সবুজকে (৩৪) উদ্ধার করে স্থনীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।

শওকত আলী বাবু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।