ফসলি জমি রক্ষার দাবিতে কৃষকদের মহাসড়ক অবেরাধ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় অটো রাইস মিলের দূষিত বর্জ্য ও গরম পানির কারণে ফসলি জমি নষ্ট ও জলাবদ্ধাতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। পরে মিল ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা।
সোমবার বেলা ১১টার দিকে নাটোর–পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানান, গড়মাটি এলাকায় ব্যক্তি উদ্যোগে আব্দুর রশিদ অটো রাইস মিল স্থাপন করা হয়। এ অটো রাইস মিল থেকে নির্গত গরম পানি ও দূষিত বর্জ্যের কারণে প্রায় ৫০০ বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। এছাড়া পানি জমে জলাবদ্ধাতার কারণে কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ কৃষকরা সোমবার বেলা ১১টার দিকে গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত কৃষক মাহফুজুর রহমান, আজম আলী, আলাউদ্দিন, ইউপি সদস্য জামিরুল ইসলাম প্রমুখ। বক্তরা ক্ষতিপূরণ দাবিসহ পরিবেশ দূষণ বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে বিক্ষুদ্ধ কৃষকরা মিল ভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওসি শাহরিয়ার খান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ প্রত্যাহার করে নেন।
তবে আব্দুর রশিদ অটো রাইস মিলের নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম বলেন, মিলের আশপাশের ৯০ শতাংশ জমি তাদের। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হককে তদন্ত করে একটি রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রেজাউল করিম রেজা/আরএআর/আইআই