সাতক্ষীরার চৌকস পুলিশ অফিসার মারুফ
সাতক্ষীরার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ সাতক্ষীরার চৌকস পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্রাইম কনফারেন্স মিটিংয়ে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান তাকে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করেন।
চৌকস পুলিশ অফিসার নির্বাচিত হওয়ার পর ওসি মারুফ আহম্মেদ জাগো নিউজকে বলেন, আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমি ক্রেস্ট পেলাম কিন্তু কাজ করলাম না এটা হবে না। আমি সব সময় মানুষের পাশে সেবা দেয়ার জন্য রয়েছি এবং মানুষের সেবা দিয়েই যেতে চাই। আমার থানাধীন কোনো মানুষ যেন পুলিশের কাছে এসে সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য আমি সর্বদা সচেষ্ট।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, এ সংবর্ধনা বা ক্রেস্ট প্রদান পুলিশ কর্মকর্তার কর্মউদ্দীপনাকে আরও বাড়িয়ে দেবে। অন্যান্য থানার ওসিরাও পুলিশের কাছ থেকে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা প্রদানে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবেন। খেয়াল রাখবেন যেন কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। এ সময় সাতক্ষীরা জেলার ৮টি থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আকরামুল ইসলাম/এএম/আইআই