ঈশ্বরদীতে অতিরিক্ত মদপানে রাশিয়ান নাগরিকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত আহুন গিয়ানভ নোফেন (৫৬) নামে এক রাশিয়ান নাগরিক অতিরিক্ত মদপানের কারণে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

নিহত আহুন গিয়ানভ নোফেন রাশিয়ান এএমটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি প্রকল্প এলাকার নিকটে নতুনহাটে নিলুফা মহল নামে একটি বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. আসমা খান জানান, বুধবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আহুন গিয়ানভ নোফেনকে অতিরিক্ত মদপানে পেটে ব্যথাজনিত কারণে প্রথমে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওষুধ দিলে তিনি কিছুটা আরাম বোধ করেন এবং বাসায় ফিরে যান। সকাল ৯টা ১৫ মিনিটের দিকে প্রকল্পে কর্মরত চিকিৎসকের পরামর্শে আবারও তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যেই কার্ডিয়াক অ্যাটাকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে প্রকল্পে কর্মরত চিকিৎসক ডা. ফকরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে আহুন গিয়ানভ নোফেনের বুকে ব্যথার খবর পেয়ে তিনি সেখানে যান। তার শারীরিক অবস্থার অবনতি দেখে তিনি তাকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

তিনি আরও জানান, গিয়ানভ নোফেন হার্টের রোগী ছিলেন এবং তার হার্টে রিং পরানো ছিল বলে তার সহকর্মীদের নিকট হতে জানতে পেরেছেন।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।