নিয়ামতপুরে গাঁজাসহ আটক ৩
নওগাঁর নিয়ামতপুরে দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাশিনাথপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে সেলিম রেজা (২৬), কাশিনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে নুরুল ইসলাম (২৮) ও একই গ্রামে জাহাঙ্গীরের স্ত্রী নারগিস আকতার (৩৫)।
জেলা গোয়ান্দো পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুর রফিক বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে কাশিনাথপুর গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় জাহাঙ্গীরের বাড়ি থেকে দুই কেজি গাঁজা উদ্ধার এবং তার স্ত্রী নারগিস আকতারকে আটক করা হয়। নারগিসের তথ্যসূত্রে অপর দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
আব্বাস আলী/এফএ/এমএস