শিশুকে ধর্ষণের দায়ে কিশোর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষককে আটক করেছে পুলিশ।

শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর খলিফাটোলা গ্রামে শুক্রবার সন্ধ্যায় আবদুর রশিদের ছেলে জসিম (১৩) প্রতিবেশী ৬ বছরের এক শিশুকে নির্মাণাধীন একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

এসময় শিশুটি চিৎকার করলে এলাকাবাসী ধর্ষক জসিমকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ধর্ষণের ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

আব্দুল্লাহ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।