চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াত আত্মগোপনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার দিন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধড়পাকড় শুরু করেছে পুলিশ। গ্রেফতার এড়াতে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন।

তাদের অভিযোগ, পুলিশের ভয়ে বিএনপি নেতাকর্মীরা কেউ বাড়িতে থাকতে পারছেন না। রাস্তাঘাটেও চলাচল করতে পারছেন না। বিএনপি বা জামায়াত-শিবির কর্মীদের রাস্তাঘাট থেকেও গ্রেফতার করছে পুলিশ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেন, রায়কে কেন্দ্র করে পুলিশ নিরীহ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে। প্রতিটি মানুষ এখন পুলিশি আতঙ্কে দিন পার করছেন। তারপরও চাঁপাইনবাবগঞ্জের লাখ লাখ বিএনপি কর্মীরা যে কোনো পরিস্থিতি গ্রহণ করতে প্রস্তুত।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকেও নজর রাখছে পুলিশ।

মোহাঃ আব্দুল্লাহ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।