মায়ের মরদেহ দাহ করে পরীক্ষার হলে সুব্রত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

যে মায়ের সঙ্গে পরীক্ষার হলে আসার কথা সেই মায়ের মরদেহ শ্মশানে দাহ করে বরগুনার পাথরঘাটা উপজেলার সুব্রত মিস্ত্রী নামে এক এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। বুধবার সে উপজেলা সদরের কে.এম. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করে।

সুব্রত মিস্ত্রী পাথরঘাটা পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দিলীপ মিস্ত্রীর ছেলে। সে এ বছর তাসলিমা মেমোরিয়াল একাডেমী থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

সুব্রতের মা রেখা রাণী মঙ্গলবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বুধবার ভোরে মায়ের মরদেহ দাহ করে সে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে।

তাসলিমা মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, সুব্রত মেধাবী ছাত্র, জিপিএ ৫ পাওয়ার ছাত্র। কিন্তু এ মুহূর্তে তার মা মারা যাওয়ায় পরীক্ষার ফলাফল বিঘ্নিত হতে পারে।

আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।