সাতক্ষীরায় বাসে আগুন
দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায় ঘোষণার পর সাতক্ষীরায় সড়কের পাশে রাখা একটি এসি বাসে আগুন দিয়েছে দুর্বৃৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর বাঁকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁকালে সড়কের পাশে একে ট্রাভেলসের একটি পরিত্যক্ত এসি বাস রাখা ছিল। সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, সন্ধ্যার সময় ত্রাস সৃষ্টির জন্য বাঁকালে একটি পরিত্যক্ত বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার জড়িতদের শনাক্তকরণে পুলিশ অভিযান শুরু করেছে।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম