সাতক্ষীরায় নকলে সহায়তার দায়ে ৬ শিক্ষক বহিষ্কার
সাতক্ষীরার তালা উপজেলার আল আমিন ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীদের নকলে সহায়তা করার দায়ে ছয় শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। শনিবার গণিত পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন- পিএস মহিলা মাদরাসার শিক্ষক মিজানুর রহমান, মানিকহার মাদরাসার নূর হোসেন খান, সারসা মাদরাসার লুৎফর রহমান, নগরঘাটা মাদরাসার আব্দুস সামাদ, ধানদিয়া মাদরাসার শহিদুল ইসলাম এবং কাশিপুর মাদরাসার আব্দুল ওয়াদুদ।
এছাড়া শহীদ আলী আহম্মেদ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে নকল করার দায়ে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রের নাম শাহিনুর রহমান। সে উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্র।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন বলেন, শনিবার পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তা করার দায়ে ছয় শিক্ষককে বহিষ্কার এবং নকল করার দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/আরআইপি