সাতক্ষীরায় নদীতে যুবকের গলিত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরের সীমান্ত নদী কালিন্দি থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ তার মরহেদ উদ্ধার করে।

নিহত যুবকের নাম আবু বাক্কার (১৯)। তিনি শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঠালবাড়িযা গ্রামের আব্দুল গনি গাজীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, কাজের সন্ধানে ৩/৪ মাস আগে আবু বাক্কার সীমান্ত নদী কালিন্দি পার হয়ে ভারতে যায়। দীর্ঘদিন ভারতে থাকার পর সেখানে অসুস্থ হয়ে বাড়িতে ফেরার পথে ভারতীয় বিএসএফ’র ধাওয়া খেয়ে কালিন্দি নদীর পানিতে ডুবে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের ওসি সৈয়দ মান্নান আলী জাগো নিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবু বাক্কার ভারত থেকে অবৈধভাবে বাড়ি ফেরার পথে সীমান্ত নদী কালিন্দির পানিতে ডুবে মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।