পঞ্চগড় প্রেসক্লাবে সফিকুল সভাপতি, সাইফুল সম্পাদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০২:৩৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

পঞ্চগড় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাগো নিউজের জেলা প্রতিনিধি সফিকুল আলম সভাপতি ও সাইফুল আলম বাবু (বিডি নিউজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভা শেষে সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে এস এ মাহমুদ সেলিম (যুগান্তর ও যমুনা টিভি) ও সামসউদ্দীন চৌধুরী কালাম (দৈনিক করতোয়া), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক পদে সাবিবুর রহমান সাবিব (মানবজমিন), অর্থ ও দফতর সম্পাদক পদে হারুন উর রশিদ বাবু (এটিএন বাংলা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ (নয়া দিগন্ত)।

সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক পদে কামরুল ইসলাম কামু (দৈনিক খবর ও উত্তর বাংলা), ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে হাসিবুল করিম (ভোরের ডাক) এবং শহীদুল ইসলাম শহীদ (প্রথম আলো), সাজ্জাদুর রহমান সাজ্জাদ (দৈনিক ইত্তেফাক, এনটিভি ও বাংলা ট্রিবিউন) ও এ রহমান মুকুল (জনকণ্ঠ ও চ্যানেল আই) কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

সফিকুল আলম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।