নাটোরে রেলের তেলচুরি চক্রের ৫ জন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে রেলের তেলচুরি চক্রের মূলহোতা হাফিজুর রহমানসহ ৫ সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় জব্দ করা হয়েছে ১৩শ ৮০ লিটার ডিজেল এবং তেল বহনের জন্য ব্যবহৃত একটি নসিমন।

র‌্যাব জানায়, শনিবার রাত ১২টার দিকে নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপেস ট্রেনে অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এ সময় ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরি করার সময় হাতেনাতে শাহেদ আলী নামে চক্রের এক সদস্যকে আটক করে র‌্যাব। পরে স্টেশনের পাশেই গড়ে ওঠা এ চক্রের মূলহোতা হাফিজুর রহমানের বাড়ি ও গোডাউনে অভিযান চালায়।

তার বাড়ি থেকে রেলের তেল চক্রের মূলহোতা হাফিজুর রহমান, সহযোগী খাদেম আলী, মিজানুর রহমান এবং আক্কাস আলী লাটুকে আটক করা হয় এবং গোডাউনে বিভিন্ন সময় রেল থেকে চুরি করে রাখা ১৩শ ৮০ লিটার ডিজেল ও তেল বহনের নসিমন গাড়ি জব্দ করা হয়।

র‌্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলি মোস্তফা জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা করেছে র‌্যাব।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।