ডিসি কার্যালয়ের সামনে এক অসহায় পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

সুবিচারের দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করছে অসহায় একটি পরিবার। ঘরবাড়ি লুট, ভাঙচুর, ভূমি দখল করে তাদের বাড়ি ছাড়া করেছে পতিপক্ষের লোকজন।

রোববার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের পশ্চিম পদিনাপুর গ্রামের মুকুট মিয়া ও তার স্ত্রী আম্বিয়া বেগম ছেলে সন্তান নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন।

মুকুট মিয়ার অভিযোগ, গত ৪ জানুয়ারি তার তিন ভাই তাজুদ মিয়া, কটু মিয়া ও শফিক মিয়া মিলে জমি নিয়ে বিরোধের জেরে তাদের ঘরে হামলা চালায়।

এ সময় তারা বসত ঘর ভাঙচুর করে নগদ ৬০ হাজার টাকা, ঘরে চালের টিন, ১৫ মণ ধান, হাস-মুরগি, গরু-ছাগল, ৫০ হাজার টাকার কাঠ ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায় এবং তাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয়।

ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার তদন্ত করে সত্যতা পেলেও কোনো মামলা নেয়নি। পরে বিষয়টি সমাধানের কথা বলে মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক ওলিউল সাদা স্ট্যাম্পে তাদের স্বাক্ষর নিয়ে ১ লক্ষ টাকার বিনিময়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেন।

এতে তারা রাজি না হলে পরবর্তীতে তিনি বিষয়টি ধামাচাপা দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন। এ অবস্থায় পরিবারটি বাড়ি ঘর ও ভূমিহীন অবস্থায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তারা এর সুষ্ঠু বিচার চান।

এ অভিযোগের ব্যাপারে মৌলভীবাজার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওলিউল বলেন, বিষয়টি আমি তদন্ত করে তাদের মালামাল প্রতিপক্ষ থেকে ফিরিয়ে দিয়েছি। সেইসঙ্গে একটি মুচলেকা আদায় করেছি। কোনো সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখিনি।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।