ফেনীতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড় ৪টার দিকে উপজেলার ধুমঘাট ব্রিজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের মধ্যে নয়জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসীম কুমার সাহা বলেন, নয়জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মোরশেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষীপুর থেকে জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাওয়ার পথে ধুমঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনের মৃত্যু হয়।

আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।