বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে ছুটে আসছে : আইজিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশের আইন-শৃঙ্খলা নিরাপদ হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা ছুটে আসছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারি।

বুধবার চাঁদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আইজিপি।

তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এএসএম মনিরুজ্জামান, চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায়, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জাগো নিউজের চাঁদপুর প্রতিনিধি ইকরাম চৌধুরী ও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত প্রমুখ।

ইকরাম চৌধুরী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।