ভালোভাবে পড়াশোনা করতে বলায় ছেলের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

ছেলেকে ভালোভাবে পড়াশোনা করতে বলায় বাবা-মায়ের সঙ্গে রাগ করে অনুপম পাল সাম্য (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

মৃত অনুপম পাল সাম্য কেশবপুর সাগরদাঁড়ী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা গ্রামের বরুণ কুমার পালের ছেলে।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ছেলেটির বাবা বরুণ কুমার পাল কেশবপুরের সাগরদাঁড়ী কলেজের শিক্ষক ও মা শিখা রানী চৌধুরী রাঢ়ি পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাই ছেলের লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ ছিল একটু বেশি।

শুক্রবার রাত ১০টার দিকে ছেলেকে ভালোভাবে লেখাপড়া করতে বলে বাবা-মা। এটি নিয়ে ছেলের সঙ্গে বাবা-মায়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভোরে বাথরুমে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে অনুপম পাল সাম্য।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।