ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, আটক ৩
পটুয়াখালীর গলাচিপায় স্বর্ণের দোকানে ডাকাতির সময় পিস্তল ও ককটেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলার স্বর্ণকারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী আলোক বর্ণিক বলেন, মা স্বর্ণ শিল্পালয়, একে জুয়েলার্স, মা ট্রেডার্স ও ভাই ভাই ট্রেডার্সের সামনে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় স্থানীয়রা ডাকাতদের ধরতে গেলে উজ্জল বর্নিক ও চন্দন বর্নিক গুরতর আহত হয়। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নির্মল কর্মকার বলেন, রাত সাড়ে ৮টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল ককটেল ফাটিয়ে দোকানের মধ্যে প্রবেশ করে। এ সময় তাদের বাধা দিলে ডাকাতরা তার ডান কাধের ওপরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, ইতোমধ্যে ডাকাতদলের অন্য সদস্যদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। তবে আটক তিন ডাকাতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস