লক্ষ্মীপুরে সাংবাদিক হত্যার বিচার দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

তরুণ সাংবাদিক শাহ মনির পলাশ হত্যার বিচার ও খুনিদের গ্রেফতার দাবিতে লক্ষ্মীপুরে এক কিলোমিটরজুড়ে বিশাল মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বাংলা বাজার পর্যন্ত এ মানববন্ধন করা হয়।

নিহত পলাশ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রূপবানী পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক (পাস) চূড়ান্ত বর্ষের ফলপ্রত্যাশী।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পার্বতীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা চৌধুরী রনি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, খিলবাইছা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন ও তোফায়েল আহমেদ প্রমুখ। এছাড়া এলাকাবাসীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পলাশ একজন মেধাবী সাংবাদিক ছিলেন। এ তরুণ সাংবাদিকের খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

উল্লেখ্য, বুধবার সকালে সদর উপজেলার মাছিমনগর গ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিক পলাশকে তার দুই চাচাতো ভাই পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ। পরে রাতে নিহতের বাবা মনির হোসেন সদর থানায় বাদী হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেন। এর মধ্যে ফয়েজুন নেছাকে গ্রেফতার করা হলেও অন্যরা পলাতক রয়েছেন।

কাজল কায়েস/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।