সিরাজগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৩২ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় মেঘলা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার নানার বাড়ীর নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেঘলার মরদেহ উদ্ধার করা হয়।

মেঘলা খাতুন (১৪) উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মানিক তালুকদারের মেয়ে। সে সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মেঘলা। বাড়ির লোকজন ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।