সাতক্ষীরায় বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪০
ছবি-ফাইল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায় পরবর্তী নাশকতা এড়াতে সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে ৬টি মামলা করা হয়েছে।
আটকদের মধ্যে- সাতক্ষীরা থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানায় ৪ জন, কালিগঞ্জ থানায় ৩ জন, শ্যামনগর থানায় ৪ জন, আশাশুনি থানায় ৪ জন, দেবহাটা থানায় ২ জন ও পাটকেলঘাটা থানায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/জেআইএম