ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রেলওয়ের শিডিউল বিপর্যয়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের কাছে উপবন ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রেলওয়ের ১২টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার বিকেল ৬টা পর্যন্ত ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
সাতগাঁও রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আব্দুর রহিম জানান, শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশন অতিক্রম করে সিলেট, ঢাকা ও চট্টগ্রামগামী এমন ১২টি ট্রেন রয়েছে। এ ট্রেনের মধ্যে শুক্রবার সিলেট থেকে ঢাকাগামী বিকেল সাড়ে ৫টায় পারাবত এক্সপ্রেস, বিকেল ৪টা ৪২ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস, বিকেল ৩টা ৯ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, দুপুর ১টায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত চট্টগাম থেকে সিলেটগামী ৮টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। সেগুলো হলো- রাত ২টা ১২ মিনিটে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস, রাত আড়াইটায় ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস, রাত ৩টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস, শুক্রবার ভোর ৫টা ২৫ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস, সকাল ৭টা ১২ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল, সকাল ৯টা ২২ মিনিটে আখাউড়া থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস, সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস এবং সকাল ১১টায় সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস।
এদিকে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ক্ষতির মাত্রা বেশি হওয়ায় উদ্ধার কাজে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শিগগিরই চালু হচ্ছে না।
বাংলাদেশ রেলওয়ের সিলেট অঞ্চলের বিভাগীয় প্রকৌশলী মো. মুজিবুর রহমান বলেন, ট্রেন কখন চালু হবে এখন বলা যাবে না। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি। তবে উদ্ধারকাজ চলছে।
ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, সাঁতগাও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙে লাইনের পয়েন্ট অ্যান্ড ক্রসিংয়ের কয়েকটি ব্লকের মধ্যে পড়ে ব্লক ভেঙে ট্রেনের একটা আন্ডারগিয়ার ভেঙে পড়ার কারণে ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখায়াত হোসেন বলেন, ট্রেন চালু কখন হবে এখনও নিশ্চিত নয়। সময় লাগবে। বেলা পৌনে ৩টায় লাইনচ্যুত ১১টির মধ্যে ৮ টি বগি উদ্ধার করা হয়েছে। বাকি তিনটি উদ্ধারে কাজ চলছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার আগে ট্রেন চলাচল করতে পারবে না সিলেট-ঢাকা রুটে।
এদিকে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারে আজ সকাল ৬টা থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগ।
কুলাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী এরফানুর রহমান জানান, সবকটি বগি উদ্ধার করতে বিকেল ৫টা-৬টা পর্যন্ত সময় লাগতে পারে।
ছামির মাহমুদ/আরএআর/আইআই