মৌলভীবাজারে একাধিক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

দেশীয় পাইপগান এবং এক রাউন্ড কার্তুজসহ মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক মামলার আসামি মো. ইব্রাহিমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ইব্রাহিম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। শুক্রবার কুলাউড়া উপজেলার কটারকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের বিষয়টি শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানায় পুলিশ।

কুলাউড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, শুক্রবার কটারকোনা এলাকায় ইব্রাহিম অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে ভোরে ইব্রাহিমের দেয়া স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে দেশীয় তৈরি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাইপগান চুরি ও ডাকাতির কাজে ব্যবহার করতেন তিনি। তার বিরুদ্ধে কুলাউড়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলেও জানান এসআই।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।