ক্রেতা সেজে অস্ত্রসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করলো র্যাব
ক্রেতা সেজে সাতক্ষীরা শহরের নারকেলতলা ব্রিজ এলাকা থেকে একটি দোনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন খুলনার দৌলতপুর থানার পাবলা এলাকার আবুল কাসেম সরদারের ছেলে নুরুল ইসলাম ও একই এলাকার আজমীর শেখের ছেলে আকবার শেখ।
র্যাব-৬, এ খুলনার লে. কমান্ডার জাহিদ জানান, ক্রেতার ছদ্মবেশে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তাদের সঙ্গে এক লাখ টাকা দিয়ে বন্দুক কেনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হয়। সে মোতাবেক দুপুরে সাতক্ষীরা শহরের নারকেলতলা ব্রিজের নিচে অস্ত্র কেনার জন্য তার নেতৃত্বে একটি দল হাজির হয়।
সেখানে অস্ত্র ব্যবসার মূল হোতা নুরুল ইসলামসহ ৫ জন উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা অস্ত্র ও গুলি বের করা মাত্রই তাদের মধ্যে দু’জনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। বাকি তিনজন পালিয়ে যায় বলে জানান লে. কমান্ডার জাহিদ।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি