খাদ্যে বিষক্রিয়ায় কোস্টগার্ডের ২৭ সদস্য অসুস্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

কোস্টগার্ডের প্রশিক্ষণ কেন্দ্রর ২৭ জন সদস্য খাদ্যে বিষক্রিয়ার সমস্যা নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টা থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত এ সময়ের মধ্যে অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. রফিকুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন।

চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, অসুস্থ কোস্টগার্ডের সদস্যরা সবাই পেটে ব্যথা, বমি ও পেট খারাপের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন। ফুড পয়জনিং থেকে এ সমস্যা হয়েছে। অসুস্থদের মধ্যে ২০ জনকে ইতোমধ্যে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান চিকিৎসক মো. রফিকুল ইসলাম।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।