খাদ্যে বিষক্রিয়ায় কোস্টগার্ডের ২৭ সদস্য অসুস্থ
কোস্টগার্ডের প্রশিক্ষণ কেন্দ্রর ২৭ জন সদস্য খাদ্যে বিষক্রিয়ার সমস্যা নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৫টা থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত এ সময়ের মধ্যে অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. রফিকুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন।
চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, অসুস্থ কোস্টগার্ডের সদস্যরা সবাই পেটে ব্যথা, বমি ও পেট খারাপের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন। ফুড পয়জনিং থেকে এ সমস্যা হয়েছে। অসুস্থদের মধ্যে ২০ জনকে ইতোমধ্যে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান চিকিৎসক মো. রফিকুল ইসলাম।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস